মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২২, আজাদ নাদভী, সিরাজদিখান (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৯) গত ১২৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তার অবস্থান সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, নিখোঁজ ব্যবসায়ী সুদেব পালের অবস্থান এখনো নির্ণয় করা যায়নি।
সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে। সুদেব পাল ও তার পরিবার দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ৬/০৭/২০২২ ইং জুলাই বুধবার সকালে মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন।
মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল জানান, প্রতিদিনের মত গত ৪ জুলাই সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওনা দেন তাঁর ভাই সুদেব পাল। ওই দিন সন্ধ্যায় ফোন দিয়ে তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি মোবাইল ফোন সঙ্গে নিয়ে বের হয়েছেন। কিন্তু মোবাইল ফোন বন্ধ রয়েছে।
তিনি বলেন, নিখোজের কিছুদিন পরে একটি নাম্বার থেকে নগদের মাধ্যমে আমাদের কাছে আমার ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন এক ব্যক্তি।