১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৪ মাস ধরে ব্যবসায়ী নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২২, আজাদ নাদভী, সিরাজদিখান (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৯) গত ১২৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

তার অবস্থান সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, নিখোঁজ ব্যবসায়ী সুদেব পালের অবস্থান এখনো নির্ণয় করা যায়নি।

সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে। সুদেব পাল ও তার পরিবার দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ৬/০৭/২০২২ ইং জুলাই বুধবার সকালে মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন।

মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল জানান, প্রতিদিনের মত গত ৪ জুলাই সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওনা দেন তাঁর ভাই সুদেব পাল। ওই দিন সন্ধ্যায় ফোন দিয়ে তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি মোবাইল ফোন সঙ্গে নিয়ে বের হয়েছেন। কিন্তু মোবাইল ফোন বন্ধ রয়েছে।

তিনি বলেন, নিখোজের কিছুদিন পরে একটি নাম্বার থেকে নগদের মাধ্যমে আমাদের কাছে আমার ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন এক ব্যক্তি।

নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী ইতি পাল বলেন, আমার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কী কারণে এরকম ঘটনা ঘটেছে, তা আমি বুঝতে পারছি না। আমি আমার স্বামীকে ফেরত চাই।
সিরাজদিখান থানার ওসি মিজানুল হক বলেন, নিখোঁজ ব্যবসায়ী সুদেব পালের অবস্থান এখনো নির্ণয় করতে পারিনি। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে আছেন কি না তাও বলা যাচ্ছে না। তাছাড়া যে নাম্বার থেকে নগদের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছিলো সেটি সম্পর্কেও উল্লেখযোগ্য কোন সত্যতা পাওয়া যায়নি।
error: দুঃখিত!