১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সিএনজি ছিনতাইয়ের চেষ্টাকালে নারী সহ আটক ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুলাই, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে সিএনজি চালককে অস্ত্র ঠেকিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারী সহ ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে করেছে জনতা।

মঙ্গলবার দুপুরে উপজেলার কেসি রোডের (৯নং রোড়) তন্তর এলাকা থেকে ছিনতাইকারী সুমি আক্তার (২৪), পাভেল (২৬), ফজলুল করিম (২৪) ও হাবিব (৩৫) নামে ৪ জনকে আটক করে এলাকাবাসী। এ সময় ছিনতাইকারীদের অপর এক সদস্য পালিয়ে যায়। ছিনতাইকারীরা ঢাকার কামরাঙ্গিরচর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ঢাকা কেরানীগঞ্জ খোলামোড়া থেকে ছিনতাইকারীরা যাত্রী বেসে ভাড়া করা সিএনজিতে লৌহজং যাওয়ার কথা বলে। ছিনতাইকারীরা ঢাকা থেকে উপজেলার হাঁসাড়া এলাকায় এসে প্রায় ১ ঘন্টা দেরি করে।

পরে লৌহজংয়ে যাওয়ার কথা বলে কেসি রোডের তন্তরে এসে সিএনজি চালক রানার গলায় ছুরি ধরে। চালক রানার চিৎকারে আশপাশের মানুষ এসে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয়। এ সময় তাদের অপর ১ সদস্য পালিয়ে যায়।

পরে খবর পেয়ে শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন ও এসআই কাদির ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে।

অপর একটি সূত্র জানায়, উপজেলার কেসি রোডের (৯নং রোড) তন্তর এলাকায় মাঝে মধ্যেই চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ও রিক্সা ছিনতাই করে দুর্বৃত্তরা। এছাড়াও বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনাও ঘটে থাকে।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্তুতি চলছে। ছিনতাইকারী চক্রের অপর এক সদস্য পলতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!