মুন্সিগঞ্জ, ৮ জুলাই, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ওয়াইফাই এর তার টানাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে খান গ্রুপ ও মাঝি গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। আহতরা হলেন, খান গ্রুপের সুমন খান (৩১) পিতা মৃত সাত্তার খান, সহিদ খান (২০) পিতা আবুল খান, ইমন খান (১৬) আমিন খান। মাঝি গ্রুপের বাচ্চু মাঝি (৫৫) পিতা মোহাম্মদ মাঝি, দিপু মাঝি (২২), সোহাগ মাঝি (২৬) ও রামিম মাঝি (২১)।
আহতদের টংগিবাড়ী জেনারেল হাসপাতালে নেওয়া হলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের মধ্যে সুমন খান ও সোহাগ মাঝির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সুমন খানের স্ত্রী দাবি করেন, তার স্বামী মাঝি বাড়ির ঐদিকে ওয়াইফাই এর এর তার টানতে গেলে পূর্বশত্রুতার জেরে সোহাগ মাঝি গংরা কাচামালের আড়তের ভিতরে ঢুকিয়ে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এদিকে আহত সোহাগ মাঝির চাচাতো ভাই রাইয়ান জানান, ওয়াইফাই কে কেন্দ্র করে সুমন খানের সাথে সোহাগ মাঝির কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন খানের হাতে থাকা কাটার দিয়ে সোহাগের শরীরের একাধিক জায়গায় আঘাত করে। এ সময় তাদের মারামারি ছারাতে গিয়ে আমাদের কয়েকজন লোকও আহত হয়।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মারামারি নিয়ন্ত্রনে আনি। এই ঘটনায় দুইপক্ষই থানায় অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।