৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:০১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশী গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় ১২ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মহসিন (৪৫) কে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা’র দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত মহসিন মানিকপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার ১২ বছরের ভুক্তভোগী শিশু মেয়েকে গ্রেপ্তারকৃত আসামি বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। গতকাল শিশুটি দোকান থেকে বাসায় ফেরার পথে তাকে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন চালান মহসিন। পরে বিষয়টি ঘটনাস্থলের আশপাশের স্থানীয়দের জানালে তারা মহসিনকে আটক করে থানায় খবর দেয়।

পুলিশ মহসিনকে আটক করে থানায় নিয়ে গেলে আজ ভুক্তভোগীর মা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে প্রেরণ করলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

error: দুঃখিত!