১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পর্শে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বসত ঘরের উপরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সৌরভ সরদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে স্থানীয় চান্দেরবাজার মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪ টা’র দিকে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত সৌরভ সরদার ঐ গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেল সরদারের ছেলে।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, বসত ঘরের টিনের চালের উপরের শরিফা গাছের ডাল কাটতে উঠলে ঘরের টিনের চালের সাথে থাকা বিদ্যুতের স্পর্শে সৌরভ সরদারের মৃত্যু হয়।

খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোক ও টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল করে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

error: দুঃখিত!