১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার।

জানা গেছে, টংগিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের আব্দুর রব শেখের ছেলে মালয়েশিয়া ফেরত রাসেল শেখ (৩৫) ও উপজেলার রাউৎভোগ গ্রামের ফরহাদ ঢালীর অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের কন্যার সাথে উভয় পরিবারের সম্মতিতে গোপনে বাল্যবিবাহের সিদ্ধান্ত নেয়।

খবর পেয়ে ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার। পরে বুধবার উপজেলা পরিষদে ডেকে এনে উভয়পক্ষের মুচলেকা নিয়েছেন তিনি।

স্থানীয় প্রতিবেশীরা জানান, ছেলেপক্ষের স্বর্ণালংকার ও টাকার লোভে পরে ৩৫ বছরের একটি ছেলের কাছে ১৩ বছরের মাদ্রাসাছাত্রীকে বিয়ে দেয়ার প্রস্তুতি নিয়েছিল মেয়ের পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, বাল্যবিয়ের প্রস্তুতির সংবাদ পেয়ে তাদের উভয়পক্ষকে ডাকা হয়েছিল। তারা উভয়ই মুচলেকা দিয়েছেন। মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবে না তার পরিবার এবং ছেলের পরিবারও মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত এই মেয়েকে বিয়ে করবে না বলে মুচলেকা দিয়েছেন।

error: দুঃখিত!