মুন্সিগঞ্জ, ২৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে পরা মুন্সিগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্যদের মাঝে এসব ‘মানবিক সহায়তা’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজী চাল, ২ কেজী আলু, ১ লিটার তেল, ১ কেজী লবন, ১ কেজী পিয়াজ, ১ প্যাকেট সেমাই, গুড়া দুধ ১ প্যাকেট।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান খান দর্পণ, কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা এডভোকেট কাউসার তালুকদার, জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম প্রমুখ।