১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজা ও ৮৫০ পিছ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে টংগিবাড়ী থানা পুলিশ।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান এসব তথ্য জানান।

তিনি জানান, গেল বৃহস্পতিবার রাত ৯ টা ২৫ মিনিটের দিকে উপজেলার হাসাইল ইউনিয়নের চরাঞ্চলের বানারি গ্রাম থেকে হাসাইল বানারী ইউনিয়নের মৃত চুন্নু বেপারীর ছেলে আজিজ বেপারী (৫০), ফেদু হালদারের ছেলে মিলন (৪১), মৃত নুর ইসলাম বেপারীর ছেলে শামসুল হক (৩৪) ও মিনু মাদবরের ছেলে ইউনুস মাদবর (৩৪) কে ৫০০ গ্রাম গাঁজা ও ৮৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। এদের মধ্যে আজিজ ও মিলন একাধিক মামলার আসামী।

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!