১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জুন, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে মো. ফয়সাল শেখ (২০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টায় উপজেলার ভাগ্যকুল এলাকার মধ্য কামারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফয়সাল উত্তর কামারগাঁও গ্রামের ইসরাফিল শেখের ছেলে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার জেলা পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুলের মোকার দোকানের পাশে একটি মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে মো. ফয়সাল শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহারকৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনা বেচা করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!