মুন্সিগঞ্জ, ৫ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার করোনামুক্ত হয়েছেন। শুক্রবার তার সর্বশেষ ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।
গত ৩ জুন তাঁর ফলোআপের এই নমুনা সংগ্রহ করা হয়। এর আগেও তাঁর ফলোআপের আরেকটি পরীক্ষায় করোনা নেগটিভ আসে। পরপর দু’টি পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তিনি এখন করোনামুক্ত।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, জেলা প্রশাসকের সর্বশেষ ফলোআপও নেগেটিভ। শনিবার তাঁর রিপোর্টের কাগজটি হাতে পৌছবে, এরপরই অফিসিয়ালি করোনা জয়ী ঘোষণা করা হবে।
জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের (৪৫) করোনা শনাক্ত হয় গত ১৭ মে। এর পর থেকেই তিনি কালেক্টরেট সংলগ্ন সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। দীর্ঘ প্রায় ২০ দিন ধরে তিনি আইসোলেশনে থাকা অবস্থায়ই অনলাইনে এবং ফোনে প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
গত ১৪ মে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিপসম পাঠানো হয়েছিল। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েবের করোনা পজেটিভ আসে। তাঁর সাথে মিটিং করার কারণেই জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্য থেকে ১৭ মে জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিকের (৪২) করোনা শনাক্ত হয়।
পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলামের করোনা শনাক্ত হয়। এর মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুস সোয়েব করোনা জয় করেছেন।