মুন্সিগঞ্জ সদর উপজেলায় ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
র্যাব-১১-এর মুন্সিগঞ্জ ক্যাস্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. ইকবাল হোসেন জানান, বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জালগুলো পোড়ানো হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুধারচর মিরকাদিম এলাকার গুডলাক টুইস্টিং ফিশিং নেট ইন্ড্রাস্ট্রিজ ও সাগর ফিশিং নেট ইন্ডাস্ট্রিজে অভিযান চালানো হয়।
“টুইস্টিং থেকে ৮ লাখ ও সাগর ফিশিং থেকে ১২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি দুইজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে। আর জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দিলে তা বাস্তবায়ন করা হয়।”