মুন্সিগঞ্জ, ৮ ফেব্রুয়ারি, ২০২২, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী লিমিটেডকে রুখে দিল পুলিশ এফসি। পরপর সুযোগ মিস করতে থাকা আবাহনী শেষ সময়ে গিয়ে হার ঠেঁকায় দোরিয়েলতন রদ্রিগেজ নাসিমেন্তোর গোলে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমে দেনিলসন রদ্রিগেজ রোলদাওয়ের গোলে এগিয়ে গিয়েছিল পুলিশ।
চতুর্দশ মিনিটে বিপদ ডেকে আনতে বসেছিলেন আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেল। সতীর্থের উদ্দেশে তার শটের সময় পা বাড়িয়েছিলেন সামনে থাকা পুলিশ এফসির আফগান ফরোয়ার্ড আমিরউদ্দিন শরিফিও। বল বাইরে দিয়ে গেলে বেঁচে যায় আবাহনী।
দিনের অন্য ম্যাচে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গতবারের রানার্সআপদের ২০তম মিনিটে এগিয়ে নেন সলোমন কিং। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুনের পর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটিও করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।
দুই জয়ে ৬ পয়েন্ট গতবারের রানার্সআপ শেখ জামালের। দুই ম্যাচে ৪ পয়েন্ট আবাহনীর।