১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
বাড়ৈখালীতে উপ-নির্বাচনে রাজীব শেখ নির্বাচিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ নভেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীকের রাজীব শেখ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোরগ প্রতীকের মনিরুজ্জামান চঞ্চলকে পরাজিত করে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে উপজেলার শিবরামপুর উচ্চ বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ডটিতে ১৭৭৫ ভোটার থাকলেও ভোট দিয়েছেন ১২৪১ ভোটার।

এর মধ্যে ফুটবল প্রতীকের রাজীব শেখ পেয়েছেন ৬৬১ ভোট ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোরগ প্রতীকের মনিরুজ্জামান চঞ্চল পেয়েছেন ৫৮০ ভোট। ফুটবল প্রতীকের রাজীব শেখ ৮১ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন আহম্মেদ বলেন, ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন বিশৃঙ্খলা ছাড়াই প্রায় ৬৯ শতাংশ ভোট পড়েছে। এতে ফুটবল প্রতীকের রাজীব শেখ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোরগ প্রতীকের মনিরুজ্জামান চঞ্চলকে ৮১ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

error: দুঃখিত!