মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ নাইম (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম মাদারীপুর জেলার রাজৈর থানার আবুল বাশারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাইম তার ঢাকা মেট্রো-হ ২৪-৯৮২৭ মোটরসাইকেল দিয়ে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকার বঙ্গবন্ধু মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, ডিউটি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজদিখান থানায় হস্তান্ত করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।