৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৪:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা নদীতে রাতের আধাঁরে বালু কাটার সময় দুই ড্রেজার জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান৷

তিনি জানান, রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় পদ্মা নদীতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালানো হয়। এসময় নিয়ম অমান্য করে বালু উত্তোলন করায় প্লাবন লোডিং ড্রেজার ও আল আমিন লোডিং ড্রেজার নামে দুটি ড্রেজার জব্দ করা হয়।

তিনি আরও জানান, ড্রেজার জব্দ করার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ড্রেজার দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!