মৃুুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২২, আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে জেলায় সেরা হয়েছে সরকারি হরগঙ্গা কলেজ।
পাশাপাশি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার সেরা প্রতিষ্ঠান প্রধান (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছেন।
জেলা শিক্ষা অফিসার মো. বেনজির আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কলেজটি সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ ১৬ টি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।
জানা গেছে, এ বছর শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ কলেজ প্রধান ছাড়াও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে ড. সুশান্ত কুমার রায়, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মো. শামীমুর রহমান, শ্রেষ্ঠ গার্ল গাইড মোসাম্মৎ নুপুর, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডার মোহাম্মদ জুম্মান শেখ নির্বাচিত হয়েছে। বাংলা কবিতা আবৃত্তিতে মুশফিক আহমেদ, দেশাত্মবোধক গানে সারা মারিয়া, রবীন্দ্রসঙ্গীতে ইসরাত জাহান ঐশি, নজরুল সংগীত প্রতিযোগিতায় ইসরাত জাহান, জারি গানে ঋত্বিক ও তার দল, লোকসঙ্গীতে আলমগীর হোসেন, উচ্চাঙ্গ নৃত্যে বর্ষা দাস, লোকনৃত্যে সুস্মিতা রানী বিশ্বাস এবং বর্ষা দাস প্রথম স্থান অধিকার করে এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।
কলেজের এমন সাফল্যের ব্যাপারে শিক্ষকরা বলেন, গত ৩-৪ বছরের সত্যিকার অর্থে কলেজের কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কলেজের পড়াশোনার মানও উন্নত হয়েছে।