১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: শ্রীনগরে আইসোলেশন কেন্দ্রের জন্য সরঞ্জামাদি দিলেন এমপি মাহী বি চৌধুরী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)

সারা দেশের ন্যায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর উদ্যোগে শ্রীনগরে আইসোলেশন কেন্দ্র খোলার লক্ষ্যে ইতিমধ্যেই সকল সরঞ্জামাদী আনা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে আইসোলেশনের জন্য ৩০টি অক্সিজেনের ফুলসেট, ১টি প্রোটেবল এক্সরে মেশিন, বেড কাভার, তোষক, বালিশসহ প্রয়োজনীয় ২৫ রকম ওষুধপাতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করেন বিকল্পধারার নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, এমপির এপিএস শহিদুল্লাহ কামাল ঝিলু, আসাদুজজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় বিকল্প যুবধারার নেতা জাহাঙ্গীর আলম নিশি, জিল্লুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় সাংসদ মাহী বি চৌধুরীর পিএস ওবাইদুল হক সোহাগ বলেন, আগামীকাল রবিবার শ্রীনগরে এই আইসোলেশন কেন্দ্র থেকে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে।

এছাড়াও মুন্সিগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা সিরাজদিখানেও আইসোলেশন কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের এক ব্যক্তি (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরই মধ্যে শনিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন করে দেন।

error: দুঃখিত!