১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: মুন্সিগঞ্জে ভ্রাম্যমান জনগোষ্ঠী সাপুরে পরিবারে গেলো খাদ্য সামগ্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মুন্সিরহাট এলাকার ভ্রাম্যমাণ জনগোষ্ঠী সাপুরে পরিবারে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী পাঠিয়েছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।

শনিবার (১১ এপ্রিল) মাহতাব উদ্দিন কল্লোলের পক্ষে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ।

জানা যায়, করোনাভাইরাসের কারনে দেশে চলমান পরিস্থিতির শুরু থেকেই ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষ ও সর্বপেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল।

সাপুরে হাজেরা বেগম বলেন, ‘আমরা স্থানীয় ভোটার না হওয়ায় কেউ আমাদের সাহায্য সহযোগিতা করছে না। এর মধ্যেও কল্লোল ভাই আমাদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এতে আমরা সবাই খুশি।’

বেদে পল্লীর সরদার আব্দুল খালেক খান (৯৮) বলেন, ‘আমরা মানবেতর জীবনযাপন করছি কেউ আমাদের খোঁজখবর রাখেনা। কল্লোল ভাইয়ের নাম শুনেছি, আজ তার পক্ষ থেকে আমাদের খাদ্য সহায়তা দেয়ায় সবাই খুশি।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল বলেন, ‘গত ৬ এপ্রিল কয়েকটি সাপুরে পরিবার খাদ্য সহায়তার জন্য বিভিন্ন লোকের দ্বারপ্রান্তে ঘুরছে এরকম খবর আমার দৃষ্টিগোচর হলে আমার তাদের জন্য সামান্য কিছু করার ইচ্ছা জাগে। পরবর্তীতে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে আমি তাদের খোঁজখবর নিয়ে তাদের জন্য আমার পক্ষ হতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী পাঠাই।’

জানা যায়, মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার সাময়িক কর্মহীন কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশা/ভ্যানচালক, পরিবহনশ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু সহ তালাক/বিধবা, অস্বচ্ছল সাংবাদিক, পত্রিকার হকার, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ, ও অস্বচ্ছল সাবেক ও বর্তমান প্রবীণ আওয়ামী লীগ নেতা সহ অন্যান্য প্রথম পর্যায়ে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি নিয়েছেন মাহতাব উদ্দিন কল্লোল।

error: দুঃখিত!