মুন্সিগঞ্জ, ৬ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ৫০ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৯৫৯ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (৬ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২৭ জন, টংগিবাড়ী উপজেলার ৩ জন, লৌহজং উপজেলার ৮ জন, সিরাজদিখান উপজেলার ৫ জন ও শ্রীনগর উপজেলার ৭ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ৬ জুন, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৪৪৬ | ১৭ | ১২১ |
গজারিয়া | ৯৯ | – | ২৮ |
টংগিবাড়ী | ৬৪ | ৪ | ২৬ |
লৌহজং | ১০৮ | ৩ | ১০ |
সিরাজদিখান | ১৪০ | ২ | ৫৫ |
শ্রীনগর | ১০২ | ১ | ৪১ |
সর্বমোট- ৯৫৯ | সর্বমোট- ২৭ | সর্বমোট- ২৮১ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৬ জুন) ৫৪৯৯ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৫০৪৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৯৫৯, মৃত ২৭, সুস্থ ২৮১ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪৫৬ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।