১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
একুশের প্রথম প্রহরে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা-দিবসের প্রথম প্রহরে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২ টা ১ মিনিটে প্রথমে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও এরপরই জেলা পুলিশ সুপাার আব্দুল মোমেন ও স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস শহিদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

বিশৃঙ্খল পরিবেশের মধ্যেই হুড়োহুড়ি করে শ্রদ্ধা নিবেদন করায় বিড়ম্বনায় পরেন সাধারণ মানুষ। এসময় সমালোচনার সৃষ্টি হয়। ছবি : আমার বিক্রমপুর।

এসময় শহিদমিনারের পাশেই ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গাণ পরিবেশন করছিলো থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা-কর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর ভাষাশহিদদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুন্সিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি শহিদুল্লাহ।

এরপর মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকজন নেতা ফুল দেন। এরপর মুন্সিগঞ্জ প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধারা শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই শহিদমিনারে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল। ছবি : আমার বিক্রমপুর।

করোনাভাইরাসের মহামারি রোধে শহিদ মিনারে প্রবেশে মাস্ক পরা বাধ্যতামূলক ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশনা থাকলেও সেরকম কোন ব্যবস্থা শহিদমিনার প্রাঙ্গণে দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়াই শহিদমিনারে প্রবেশ করেন। শহিদমিনারে ফুল দেয়ার সময় অন্যান্য বছরের তুলনায় এবছর তেমন কোন শৃঙ্খলার ব্যবস্থাও ছিলো না। এতে অনেকেই বিড়ম্বনায় পড়েন।

error: দুঃখিত!