২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:৩৯
৬ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
খবরটি শেয়ার করুন:

কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সোমবার সকাল ৯টায় আবার শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, রাত ৩টার দিকে আকস্মিক কুয়াশার কারণে একটু দূরে কিছুই দেখা যাচ্ছিল না বলে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

এ সময় মাঝ নদীতে ছয়টি ফেরিতে শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। নদীর দুপাশেও দীর্ঘ যানজট লেগে যায়। সকাল ৯টার দিকে কুয়াশা কাটতে শুরু করলে ফেরিগুলো আবার সচল হয় বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

তিনি বলেন, এই রুটে বর্তমানে তিনটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি সচল রয়েছে। ফলে দুপাশে আটকা পড়া গাড়িগুলো সহজেই পার হতে পারবে।

error: দুঃখিত!