২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:৪৮
৫ জানুয়ারি কর্মসূচি থাকবে আওয়ামী লীগেরও
খবরটি শেয়ার করুন:

দশম জাতীয় সংসদের দ্বিতীয় বছরপূর্তিতে গত বছরের মতো এবারও কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘৫ জানুয়ারি অবশ্যই কর্মসূচি থাকবে আওয়ামী লীগের।’ তবে কী সেই কর্মসূচি তা পরে জানিয়ে দেয়া হবে।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আন্দোলনের নামে পেট্রোলবোমার ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে আছে। বর্তমান সরকারের উন্নয়নের পথে আছে।’

হাছান মাহমুদ বলেছেন, ‘প্রকৃতপক্ষে রাক্ষসের প্রতিচ্ছবি খালেদা জিয়া। কারণ, তিনি ২০১৩, ’১৪, ’১৫ সালে আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন। মানুষের চেহার ঝলসে দিয়েছেন, গাড়ি ভাঙচুর করেছেন। এতেই প্রমাণিত হয় উনি রাক্ষস।’

এদিকে আজ সকালেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ডিএমপিতে আবেদন করলেও সেখান থেকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

error: দুঃখিত!