মুন্সিগঞ্জ, ৩১ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জুলাই গণঅভ্যুত্থানে মুন্সিগঞ্জের ৪ শহিদকে স্মরণ করে সরকারি হরগঙ্গা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেক্স’ কার্যক্রম করেছে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদল।
আজ শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজের সামনের সড়কে চলে এই কর্মসূচি। এসময় শিক্ষার্থীদের তথ্য সহায়তা, বিশুদ্ধ খাবার পানি, সিট প্লান ও শিক্ষা সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করা হয়।
কর্মসূচিতে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক, যুগ্ম আহবায়ক মো. থিয়েল, সভাপতি প্রার্থী মোহাম্মদ আল রিদয়, সাধারণ সম্পাদক প্রার্থী রাফসান রাফি ও আদ্রিয়ান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।