মুন্সিগঞ্জ, ২০ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জন করোনা মুক্ত হয়েছেন। নতুন কোন রেজাল্ট পাওয়া যায়নি। অন্যদিকে ২৪ ঘন্টায় মুন্সিগঞ্জ থেকে নতুন করে ৪৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (২০ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন সুস্থদের মধ্যে সিরাজদিখান উপজেলার ১১ জন, লৌহজং উপজেলার ৮ জন ও গজারিয়া উপজেলার ৫ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ২০ জুন, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৭৫৭ | ২২ | ১৬০ |
গজারিয়া | ১৭১ | – | ৬৫ |
টংগিবাড়ী | ১৫৮ | ৮ | ৩৪ |
লৌহজং | ২৪৩ | ৫ | ৫৩ |
সিরাজদিখান | ২৮৪ | ৫ | ১১৪ |
শ্রীনগর | ১৬৩ | ২ | ৬০ |
সর্বমোট- ১৭৭৬ | সর্বমোট- ৪২ | সর্বমোট- ৪৮৬ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২০ জুন) ৮৩৩৬ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৯৪৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৭৭৬, মৃত ৪২, সুস্থ ৪৮৬ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৯০ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।