১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:৪৮
১৬ বছর পর মুন্সিগঞ্জে এরকম তীব্র শিলাবৃষ্টি!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা সদর ও গজারিয়া উপজেলার বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে গতকাল রোববার দিবাগত রাত ১২ টার দিকে তুমুল ঝড় ও তীব্র শিলাবৃষ্টি হয়ে যায়।

১৬ বছর পর এরকম শিলাবৃষ্টি দেখা গেছে বলে জানান একাধিক বয়োজৈষ্ঠ নাগরিক। এছাড়া আমার বিক্রমপুর এর একটি ফেসবুকে পোষ্টের কমেন্টসেও এরকম অভিজ্ঞতার কথা জানান পাঠকরা।

তারা বলেন, সর্বশেষ ২০০৮ সালে এরকম তীব্র শীলাবৃষ্টি দেখা গিয়েছিলো মুন্সিগঞ্জে। দীর্ঘ ১৬ বছর পর রোববার রাতে আবার সেই তীব্র শীলাবৃষ্টি দেখা গেল।

এদিকে, রোববার রাতের কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টির প্রভাবে রাত থেকেই মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ঝড়ে গাছ ভেঙে পড়ে এই অবস্থা তৈরি হয়েছে বলে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. হাদিউজ্জামান জানিয়েছেন।

অন্যদিকে, কৃষি অফিস জানিয়েছে- রোববার রাত ১২ টার দিকে শুরু হওয়া ১৫-২০ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জেলা সদর ও গজারিয়া উপজেলার বাঙ্গি-সবজিসহ অন্তত ৬১০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

error: দুঃখিত!