১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:০৭
১১ বছর পর মুন্সিগঞ্জ শহরে আনন্দ-উৎসবমুখর কর্মসূচি বিএনপির
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রায় ১১ বছর পর মুন্সিগঞ্জ শহরে বড় পরিসরে কর্মসূচি করলো বিএনপি। এদিন নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাঁধভাঙ্গা উল্লাস। আনন্দ-উৎসবমুখর পরিবেশই ছিলো পুরো কর্মসূচি ঘিরে।

সবশেষ ২০১৪ সালে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বড় কর্মসূচি হয়।

আজ বুধবার দুপুর ৩টা থেকে শুরু হয়ে দুই ঘন্টাব্যাপী জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে নবগঠিত আহবায়ক কমিটির গণসংবর্ধনা কর্মসূচি হয়। এতে জেলার ৬ উপজেলা থেকে অন্তত ৩০ হাজার নেতাকর্মী অংশ নেন।

বুধবার মুন্সিগঞ্জ শহরে বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানটি জনসভায় রুপ নেয়। ছবি: আমার বিক্রমপুর।

‘মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে’ জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে এই ‘গণসংবর্ধনা’ দেয়া হয়। এতে জেলা বিএনপির ৭ সদস্যের আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মূল সংবর্ধনা অনুষ্ঠান বিকালে হলেও দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালেই। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ১৮টি পয়েন্টে পথসভা করেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা।

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আওতাধীন, পৌর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে, বেনার-ফেস্টুন সহকারে মিছিল  নিয়ে আসেন গণসংবর্ধনা স্থলে।

জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও আমির হোসেন দোলন।

পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু, শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সিরাজদিখান বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের আহবায়ক মজিবর দেওয়ান, সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।

error: দুঃখিত!