মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে জাতীয় নির্বাচনের দিন পৌর শ্রমিক লীগের সহ সভাপতি ঝিল্লুর রহমানকে (৪২) হ.ত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনকে প্রধান আসামি করায় ঝাড়ু নিয়ে প্রতিবাদ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকালে মিরকাদিমের কালিন্দিপাড়া এলাকা থেকে পৌর আওয়ামী লীগের ব্যানারে প্রতিবাদ মিছিলটি বের হয়। এতে স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মিছিলটি রিকাবীবাজার চৌরাস্তা হয়ে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, গেল ৭ জানুয়ারি মিরকাদিমের টেঙর এলাকায় কাউন্সিলর পুত্র সম্রাট ঝলক হত্যা মামলার প্রধান আসামি ঝিল্লুর রহমান খুন হন। সেই ঘটনায় গতকাল (বুধবার) মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলায় মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনকে প্রধান আসামি করা হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
বক্তাদের দাবি, প্রকৃতপক্ষে শাহিন এ হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট নন। তাই অবিলম্বে মামলা থেকে শাহিনকে অব্যাহতি দেয়া হোক।
প্রসঙ্গত, গেল ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন মিরকাদিমের টেঙ্গর এলাকায় ভোটকেন্দ্রের (রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র) পাশে ছুরিকাঘাতে খুন হন নৌকার সমর্থক ঝিল্লুর রহমান। গতকাল বুধবার (১০ জানুয়ারি) নির্বাচনে জয়ী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, নিহত ঝলকের বাবা কাউন্সিলর লিটনসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঝিল্লুর স্ত্রী রেহানা বেগম।