৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৯
‘হ্যালো ডিসি অ্যাপ জনগণ ও জেলা প্রশাসনের মধ্যে দূরত্ব কমাবে’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু হয়েছে।

এর আগে থেকেই চালু রয়েছে ‘ই-মিউটেশন’ এবং ‘ই-মোবাইল কোর্ট’ নিয়ে দু’টি ওয়েবসাইট।

অনলাইনের এসব অ্যাপ সম্পর্কে জানাতে বৃহস্পতিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সভা হয়।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সিনিয়র ইন্টারজিওনাল অ্যাডভাইসর রিচার্ড কার্লি এবং গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ওয়াই মিন কক।

জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে জনগণ তার স্মার্টফোন দিয়ে সরাসরি যে কোনো বিষয়ে জেলা প্রশাসনকে জানাতে পারবে। এছাড়া অনলাইনে সরকারি বিভিন্ন সেবা তারা সহজেই পেতে পারবে। অনলাইনে জমিজমার নামজারির আবেদন করতে পারবে। ই-মোবাইল কোর্টের মাধ্যমে নাগরিক দুর্ভোগ এবং অভিযোগ আমাদের কাছে জানাতে পারবে সহজেই।

রিচার্ড কার্লি এসময় বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক পেক্ষাপটে ডিজিটাল সেবা নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে ভূমিকা রাখবে। এছাড়া হ্যালো ডিসি, ই-মিউটেশন এবং ‘ই-মোবাইল কোর্ট সেবা নাগরিকরা ব্যবহার করে সহজেই সুবিধা পাবে। আশা করি, এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।

ওয়াই মিন কক বলেন, যেই তিনটি সেবা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। দূরত্ব কমাবে জনগণ ও জেলা প্রশাসনের মধ্যে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ (সার্বিক), সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও জেলায় কর্মরত বিভিন্ন মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!