১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
হৃত্বিকের সঙ্গে অনস্ক্রিন রোমান্স জ্যাকলিনের
খবরটি শেয়ার করুন:

সলমন খান, রণবীর কপূর, অর্জুন রামপালের সঙ্গে অনস্ক্রিন রোমান্সে  শ্রীলঙ্কান সুন্দরীকে দেখেছে বলিউড। এ বার পালা হৃত্বিক রোশনের। পরিচালক কবীর খানের পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে হৃত্বিকের বিপরীতে থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কবীরের সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে আছেন হৃত্বিক-জ্যাকলিন।

তবে এই ছবি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ জ্যাকলিন। কেন? কথাবার্তা যখন পাকা হয়ে গিয়েছে তখন প্রকাশ্যে বলতে আপত্তি কোথায়? আপত্তি আছে। আর আপত্তির কারণ  সাজিদ নাদিয়াওয়ালা। তাঁর সঙ্গে জ্যাকলিনের রসায়ন বেশ জমাট। জ্যাকলিন নিজেও তাঁর ‘মেন্টর’ সাজিদকে না জানিয়ে কোনও পদক্ষেপ নেন না।

কিন্তু কবীর খানের ছবিটি  সাজিদের প্রযোজনায় হচ্ছে না। তাই জ্যাকলিনও বেশ সাবধানী। কারণ নতুন কাজের জন্য পুরনো রসায়নকে যে একদমই চটাতে নারাজ বলিউডের লম্বা দৌড়ের ঘোড়া জ্যাকলিন! সামনেই মুক্তি পাচ্ছে ‘ব্রাদার্স’। যেখানে  অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সেই ছবির প্রচারেই এখন ব্যস্ত রয়েছেন জ্যাকলিন।

error: দুঃখিত!