১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:০১
হাতিমাড়ায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের রামপালে ডাচ্ বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) হাতিমাড়া শাখার উদ্বোধন হয়েছে।

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) হাতিমাড়ার হাকিম প্লাজায় এর উদ্বোধন হয়।

ডাচ্ বাংলা ব্যাংক হাতিমারা শাখার পরিচালক এম এইচ ইরাক জানান, এখানে প্রকৃত অনলাইন ব্যাংকিং সেবা একশত ভাগ নিরাপদ। সুদ মুক্ত ইসলামি একাউন্ট খোলা যায়। সপ্তাহে ৭ দিনই লেনদেন করা যায়। একাউন্টের বাৎসরিক কোন সার্ভিস চার্জ নেই।একাউন্ট খোলা ATM কার্ড প্রদান একদম ফ্রি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, (এরিয়া ম্যানেজার, মুন্সিগঞ্জ), মোঃ সাইদ হোসেন (হেড অফ মার্কেটিং, মুন্সিগঞ্জ), সাহ আলম সোহাগ (সাব ইন্সপেক্টর, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র), মনির হোসেন শেখ (সভাপতি, হাতিমারা বাজার কমিটি প্রমুখ।

error: দুঃখিত!