মুন্সিগঞ্জ, ৩১ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেক্স’ কার্যক্রম করেছে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রশিবির।
আজ শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজের সামনে চলে এই কর্মসূচি। এ সময় শিক্ষার্থীদের তথ্য সহায়তা, বিশুদ্ধ পানি, কলম, সিট প্লান, শিক্ষা সামগ্রী, অভিভাবকদের বসার ব্যবস্থা, জরুরী চিকিৎসা সহায়তা দিয়ে সহযোগিতা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আল আমিন, জেলা সাহিত্য সম্পাদক সরোয়ার খান, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ, মুন্সিগঞ্জ সদর দক্ষিণ থানার সভাপতি মাসুদ রানা, মাধ্যমিক স্কুল থানার সভাপতি আব্দুর রহিম এবং অন্যান্য দায়িত্বশীল।