মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু’র করোনা মুক্তি ও শারিরীক সুস্থতা কামনায় রামপালে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রামপাল ইউনিয়নের বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করেন স্থানীয় সমাজসেবক পারভেজ বেপারী।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজ্বী সানাউল্লাহ বেপারী, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল দেওয়ান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমাস শেখ, সহ সভাপতি রনি শেখ, মৎস্যজীবী লীগ নেতা শামিম বেপারী, গিয়াস দেওয়ান, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জসিম দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা চুন্নু বেপারী প্রমুখ।