৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২৭
স্বাভাবিক অবস্থায় ফিরেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট
খবরটি শেয়ার করুন:

নাব্যতা সংকট কাটিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল থেকে নৌরুটে ১৯টি ফেরির মধ্যে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, কে- টাইপ-৫টি, মিডিয়াম-৩টি, ড্রাম- ৬টি, রো রো-৩টি ফেরি চলাচল করছে নৌরুটে। ঘাট এলাকায় বর্তমানে পণ্যবাহী ট্রাক বেশি থাকলেও যাত্রীবাহী যানবাহনের চাপ কম। এছাড়া ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ’এর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান বাংলানিউজকে জানান, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ড্রেজিং কাজ চালিয়ে যাবো। বিআইডব্লিউটিএ’এ পক্ষ থেকে সাতটি ড্রেজার এবং নেভি থেকে ২টি ড্রেজার মেশিন ২৪ ঘণ্টা পলি অপসারণে কাজ করছে। এখন নৌরুটে ফেরি চলাচলে কোন বিঘ্নতা নেই, স্বাভাবিক আছে।

error: দুঃখিত!