২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:১৯
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুন্সিগঞ্জ মুক্ত দিবস পালিত
খবরটি শেয়ার করুন:

আজ ১১ ডিসেম্বর মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সদর উপজেলা কমান্ডের আয়োজনে একটি বিজয় র‌্যালি বাগমামুদালী পাড়ার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ পৌরসভা।

রবিবার সকাল সাড়ে ৯টায় র‌্যালিতে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সকল শ্রেণী-পেশার মানুষ।

র‌্যালিটি মুন্সওগঞ্জের কাচারি চত্ত্বর ঘুরে পুরাতন শহর হয়ে পুনরায় সুপার মার্কেট হয়ে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে সবার হাতে শোভা পায় জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা। র‌্যালি চলাকালীন মাইকে শহর জুড়ে বাজতে থাকে দেশাত্ববোধক গান। সবার চোখেমুখে দেখা যায় বিজয় আনন্দের ছাপ।

র‌্যালি শেষে সকাল ১০টায় মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ, সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।

জেলা প্রশাসক সায়লা ফারজানা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিসুজ্জামানসহ সকলের উপস্থিতিতে কবুতর ও বেলুন উড়িয়ে প্রথম দফার কার্যক্রম সমাপ্ত ও পরবর্তী কার্যক্রমের উদ্বোধন করা হয়।

error: দুঃখিত!