মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দেশে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই স্কুল ছুটি দিয়ে পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে গেছেন মুন্সিগঞ্জ সদরের রামপাল নাফিসি বেগম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সচেতন মহলে। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, ‘নৈতিকভাবে এটা উচিৎ না, বেড়ানোর তো একটা সময় আছে।’
সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে স্কুলের সামনে থেকে প্রধান শিক্ষকের নেতৃত্বে ৩টি বাসে করে ১৭ জন শিক্ষক, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ সর্বমোট ২৮ জন কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণের জন্য রওনা হন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্কুল খোলা রাখার কথা থাকলেও ভ্রমণের সুবিধার্থে স্কুল ছুটি ঘোষণা করা হয়। এছাড়া স্কুল ফান্ডের ৩ লাখ টাকা খরচ করে এই ভ্রমণ বলে দাবি সূত্রটির।
এ বিষয়ে রামপাল নাফিসি বেগম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির কুমার বসুর কাছে জানতে চাইলে তিনি কক্সবাজার ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা ১৭ শিক্ষক কক্সবাজারে ভ্রমণে গিয়েছি। তবে স্কুল ফান্ডের টাকায় নয়, নিজেদের টাকায়। তাছাড়া আমরা বন্যায় অনেক জায়গায় ত্রাণ দিয়েছি।প্রধান শিক্ষকের হাতে বছরে ৩ দিন ছুটি দেয়ার ক্ষমতা থাকে। এর মধ্যে একদিন ভ্রমণের জন্য ব্যবহার করেছি।’
জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, ‘বন্যা পরিস্থিতিতে দেশে ক্রান্তিকাল চলছে। এই মুহুর্তে বেড়াতে যাওয়ার বিষয়টা সঠিক নয়। নৈতিকভাবে এটা উচিৎ না, বেড়ানোর তো একটা সময় আছে। তাছাড়া এভাবে স্কুল বন্ধ রেখে বেড়াতে যাওয়ার আগে লিখিতভাবে জেলা প্রশাসনকে জানাতে হয়। তারা জানিয়েছে কি না প্রাথমিকভাবে বলতে পারছিনা। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।’