১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:০৫
ছাত্র জাকিরের চমক,গ্রামের বাড়িতে আনন্দ উল্লাস
খবরটি শেয়ার করুন:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সন্তান জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গ্রামের বাড়ী জুড়ী ও বড়লেখাসহ জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। রাজনীতিতে তৃণমুল পর্যায় থেকে উঠে আসা জাকির হোসেন চমক দেখিয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় পরিবারসহ জুড়ী ও বড়লেখার মানুষ জাকিরের প্রশংসায় পঞ্চমুখ। বিস্ময়ে অভিভূত হয়েছেন এলাকাবাসী সহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা। পারিবারিক ও দলীয় সুত্রে জানা গেছে, ছাত্রলীগের এই নব নির্বাচিত সাধারন সম্পাদক জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামের হাফিজ মাওলানা আব্দুল জলিলের পুত্র। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে অষ্টম জাকির হোসেনের লেখাপড়া হাতেখড়ি নয়াবাজার দাখিল মাদ্রাসায়।সেখান থেকে ২০০২ সালে এসএসসি সমমান দাখিল পাশ করে নরসিংদি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে বর্তমানে উক্ত বিষয়ে জাকির এমফিল করছেন। জাকিরের এ সফলতায় খুশি বড় ভাই শামীম হোসেন। তিনি তার ছোট ভাইকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করায় আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেনে। এ সংবাদ মৌলভীবাজারে প্রচার হওয়ার সাথে সাথে তার নিজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগসহ এলাকাবাসী। ছাত্রলীগ সূত্রে জানা যায়, আশির দশকের শেষ দিকে মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সুলতান মোহাম্মদ মনসুর সিলেট বিভাগের মধ্যে প্রথম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। এরপর এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের শীর্ষ পদে দীর্ঘদিন পর সিলেট বিভাগের মধ্যে জাকিরই প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এ দুই জনের আগে সিলেট বিভাগের ৪টি জেলা থেকে কেউ সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি। জাকির হোসেনসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন দলের হুইপ শাহাব উদ্দিন আহমদ এম,পি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম,পি, মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ রেজাউর রহমান সুমন, সজীব হাসান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত প্রমুখ। এদিকে,এ খবর শোনার পর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগের নব নির্বচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও মৌলভীবাজারের সন্তান নব নির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে শহরে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজারের আওয়ামী রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ম্যানেজার ষ্টলের সামনে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়।