১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৩২
মুন্সিগঞ্জে শারীরিক প্রতিবন্ধি নারী ধর্ষণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শারীরিক প্রতিবন্ধি এক নারীকে (২৪) ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মিজানকে (৩৭) ঘটনাস্থল থেকে আটক করেছে সিরাজদিখান পুলিশ। সে পশ্চিম রাজদিয়া গ্রামের আজগর আলীর বখাটে ছেলে।

ধর্ষণের শীকার নারীর মা সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়েকে রাতের খাবার দিয়ে দুয়ার লাগিয়ে তাকে শুয়ে থাকতে বলে পাশের বিল্ডিংয়ে ছোট মেয়ের কাছে যান। রাত ১০ টার  দিকে ফ্রিজে খাবার রাখার জন্য মেয়েকে ঘরের দুয়ার খুলতে বলেন। ভিতর থেকে  সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দুয়ার খুলে বাতি জ্বালাতেই পাশের বাড়ীর (ধর্ষক) মিজানকে মেয়ের থাকার ঘরের ড্রেসিং টেবিলের নিচে দেখতে পান এবং তাৎক্ষণিক কিছু না বলে ঘর থেকে বেরিয়ে শিকল বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ধর্ষণের শীকার নারীর ঘর (ঘটনাস্থল) থেকে ধর্ষক মিজানকে আটক করে।  এ ঘটনায় ধর্ষিতার মা নারগিস বেগম বাদী হয়ে ওইদিন রাতেই ধর্ষক মিজানকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মিজান নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর পর গতকাল মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে  ভিকটিমকে মেডিকেল টেষ্টের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!