মুন্সিগঞ্জ ২৩ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সোমবার বিকেলে লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কংশপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম সোহরাব হোসেন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সদস্য মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ মান্নান কোম্পানী, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (বাবুল), সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার।
এছাড়া অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশে মিয়া, বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইফুল ইসলাম যুবরাজ, বয়রাগাদী ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান গাজী আলাউদ্দিন, সাবেক লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান হাফেজ মোঃ ফজলুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, লতব্দী ইউনিয়নে ৯টি ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকসহ ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।