৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৭:১১
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ডেন্টাল ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডেন্টাল ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সিজান ডেন্টাল ক্লিনিকের মালিক মো. সাগর হোসেনকে (৩৫) দি মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার। এসময় সাথে ছিলেন শেখরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হাসান আক্তার আহমেদ।

নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার জানান, মো. সাগর হোসেনের কোন শিক্ষাগত যোগ্যতা নেই অথচ সে নিজে দাতেঁর চিকিৎসা দিতেন এবং রেজিষ্ট্রেশনবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ডেন্টাল ক্লিনিক পরিচালনা করার অপরাধে তাকে জরিমানা করা হয়।

error: দুঃখিত!