মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে তেল পরিমাণে কম দেয়ার অপরাধে ১ টি পেট্রোলপাম্পের মালিককে ৫ হাজার টাকা ও মিষ্টি ওজনে কম দেওয়ায় ১ টি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রে সুবীর কুমার দাস জানান, উপজেলা সদরের মেসার্স মা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রতি ১০ লিটার তেলে ৭০০ মিলিলিটার তেল কম সরবরাহ করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ওই পেট্রোলপাম্পের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন সিরাজদিখান বাজারের মা খির ভান্ডারে মিষ্টি পরিমাণে কম দেওয়ায় ২ হাজার টাকা জরিমান করা হয়।