১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৪১
সিরাজদিখানে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, নিহত জামিলা বেগম উপজেলার বাসাইল ইউনিয়নের চরকোন্দলিয়া গ্রামের মমতাজউদ্দিন মন্টুর স্ত্রী।

এলাকাবাসী বলেন, জামিলার সঙ্গে তার পুত্রবধূ মাকসুদার (৩০) পারিবারিক বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মাকসুদা তার বারার বাড়ির লোকজন নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হামলা চালান। হামলায় জামিলা আহত হলে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ফরিদ বলেন, “হামলার অভিযোগ পেয়েছি। জমিলার গলায় অঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

error: দুঃখিত!