২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:১৩
সিরাজদিখানে পরিবার কল্যাণ সহকারী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৭ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবার কল্যাণ সহকারী সমিতির ৬ দফা দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিরাজদিখান প্রোসক্লাবের সামনে বাংলাদেশ পরিবার কল্যাণ সমিতি সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির উপজেলা শাখার সভাপতি ইয়াসমিন আক্তরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মর্জিনা আক্তর, উপজেলা সাধারণ সম্পাদক শিখা রাণী রায়, কোষাধ্যক্ষ শামিমা আক্তর প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, তানিয়া আক্তর, লুতফা আক্তর, আসমা আক্তর, মিতালী চক্রবর্তী, আশালতা, প্রভা রাণী।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য তারা, পরিবার কল্যাণ সহকারী পদের নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচ.এস.সি-তে উন্নীত করণসহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায় ১৫ তম গ্রেডে বেতনস্কেল উন্নতি করতে হবে। পরিবার কল্যাণ সহকারী পদ থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৩০% পদোন্নতির বিধান ণিশ্চিত করাসহ টেকনিক্যাল পদ হিসেবে পরিবার কল্যাণ সহকারী পদকে ঘোষনা করাসহ ৬ দফা দাবী জানায়।

error: দুঃখিত!