৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৪১
সিরাজদিখানে নিখোজ কিশোরী উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অপহৃত শ্রাবন্তী দত্ত ইতি (১৭) কে উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সিলেট জেলার হবিগঞ্জ থানায় ও ডিএমপি দক্ষিণখান থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে শ্রাবন্তীকে উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সনাতন ধর্মীয় মেয়ে শ্রাবন্তী দত্ত (ইতি) ও মুসলিম ছেলে জনি দেওয়ানের মাঝে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। এর কারণে এক সাথে প্রেমের টানে বাসা থেকে পালায় তারা।

শ্রাবন্তী দত্তের অপহরণ বিষয়ে জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু জানান, ঘটনাটি অপহরণ নয়, মেয়েটি একটি মুসলমান ছেলের সাথে প্রেমেরে টানে পালিয়ে গেছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শ্রাবন্তী দত্ত ইতিকে উদ্ধার করা হয়। এরপর রবিবার তাকে আদালতে পেরণ করা হয়েছে।

error: দুঃখিত!