সিরাজদিখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৯, বাড়ি-ঘর ভাংচুর
সিরাজদিখানে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।
এসময় ১০টি বাড়ি ভাংচুর ও ৯ জন আহত হযেছে। গুরুতর আহত কুমার খালী গ্রামের মৃত চাঁন মিয়ার দুই ছেলে আকবর আলী (৬৫) ও নেকবর আলীকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া আহত ইব্রাহিমের ছেলে মিজানুর রহমান (৩৫), ইসমাইলের ছেলে দিদার হোসেন (৩০), আলী আকবরের ছেলে দিল মোহাম্মদ (৫০), ইয়াদ আলীর ছেলে হৃদয় (১৬) স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সরকারি খালে চর বয়রাগাদি গ্রামের দেলোয়ারের নেতৃত্বে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।
কুমারখালী গ্রামের লোকেদের জমির পাড় কেটে মাটি নেওয়ার কারণে বাধা দিলে তর্কাতর্কির এক পর্যায় দুই গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
এলাকাবাসী অনেকে জানান, মাছ ধরতে খালে বাধ দিতে পাশের জমির মাটি কেটে নেওয়ার কারণে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এক সময় দেশীয় অস্ত্র (দা-টেটা-লাঠি) নিয়ে গ্রাম ভিত্তিক সংঘর্ষ ছড়িয়ে পরে। উভয় পক্ষের ১০ টি বাড়িঘর ভাংচুর ও ৯/১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. দুলাল হোসেন জানান, আমার এখানে কয়েক জন চিকিৎসা নিয়েছে ২জন ভর্তি রয়েছে।
সিরাজদিখান থানার এস.আই আব্দুল আজিজ জানান, সকাল ১১টা থেকে ২ টা পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। কেউ থানায় অভিযোগ করেনি।


