১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:২০
সিরাজদিখানে ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চকের মাঝ থেকে জোছনা (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের এক চক থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের মুখে ও কানে রক্তের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গ্রামের কৃষকরা সকালে কৃষি জমিতে কাজের উদ্দেশ্যে বের হলে চকের মাঝে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

জোছনা সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নেরর মোল্লাকান্দি গ্রামের গায়েজ উদ্দিনের মেয়ে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার এসআই আরিফ বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা হয়েছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।

error: দুঃখিত!