৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:৩৬
সিরাজদিখাননে সহিংসতা সংঘর্ষ আহত১৫
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন রাজনগর গ্রামে নির্বাচনে পরাজিত হওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন এর মধ্যে গুরুতর আহত হালিমা বেগম(৪৫), রিয়াজুল(২৫), আফজাল হোসেন(৩৫), ঢাকা মেডিক্যাল এবং আমির হোসেন (২৮) কে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় নবনির্বাচিত আফজাল মেম্বার নির্বাচনে জয়ী হওয়াকে কেন্দ্র করে শাহ আলী মেম্বারপ্রার্থী নির্বাচনে জয়ী হতে না পেরে আফজাল মেম্বারের সমর্থকদের বাড়ীঘর ভাংচুর করে। পরে আফজাল মেম্বারের লোকজন প্রতিহত করতে গেলে এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। টানা ২-৩ ঘন্টা সংঘর্ষ চলে। পরে সিরাজদিখান থানার পুলিশ ও র‌্যাব ১১ এর দুটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনে।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,এখন পরিস্থিতি শান্ত আছে মামলার প্রস্তুতি চলছে ।

error: দুঃখিত!