মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের ব্যস্ততম এলাকা সিপাহীপাড়া চৌরাস্তার পাশে ফুটপাত থেকে ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।
আজ বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান।
এসময় রাস্তা দখল করে রাখা দুপাশের সকল ভাসমান স্থাপনা, দোকান, ফুডকোর্ট ইত্যাদি অপসারণ করা হয় এবং জনদুর্ভোগ লাঘোব করে রাস্তার দুইপাশ চলাচলের উপযোগী করা হয়।
অভিযানে সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।