১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
সাড়ে ৮ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি সহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় দিনের প্রথম ফেরি “ফেরি কাকলি”।

এর আগে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে নৌরুটটিতে ফেরি সহ সকল নৌযান চলাচল বন্ধ ছিলো।

এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পরেছিলো কয়েকশতাধিক যাত্রী ও পন্যবাহী যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টায় বাংলাবাজারের উদ্দ্যেশে ফেরি কাকলি কিছু সংখ্যক যানবাহন নিয়ে ছেড়ে গেছে। মাঝ নদীতে আটক পরা ফেরি হুলো শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটের অভিমুখে ছেড়েছে।

error: দুঃখিত!