২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:১৬
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-মুন্সিগঞ্জে সংস্কৃতিমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

সংস্কৃতিমন্ত্রী আসাদুজামান নূর বলেছন, ‘ধর্মের নাম করে অন্য ধর্ম ও বর্ণের উপর হামলাকারী সাম্প্রদায়িক শক্তিকে বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

রবিবার বিকালে জেলার সিরাজদিখান উপজেলার দোসরপাড়ায় লালন শাহ বটতলায় পদ্মহেমধাম আশ্রমে দু’দিনব্যাপী সাধু সঙ্গের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে সম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে মৌলবাদীদের স্থান হবে না।’

দেশের দ্বিতীয় বৃহত্তর এই লালন উৎসবে ভারপ্রাপ্ত ইউএনও শাহিনা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম প্রমুখ।

পরে মন্ত্রী আশ্রমটির মূল ফটকে একতারা সম্বলিত ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ইছামতি তীরের আশ্রমটির বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

error: দুঃখিত!