৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গেল ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা রিয়াজুল ফরাজী হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলো।

গতকাল সোমবার দুপুরে আমলি আদালত ১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। তবে নিরাপত্তার অযুহাতে আজ মঙ্গলবার এ প্রতিবেদন লেখার সময় বিকাল ৪টা পর্যন্ত তাকে রিমান্ডে আনেনি পুলিশ।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

রিয়াজুল ফরাজী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার সাব ইন্সপেক্টর এনামুল হক মন্ডল আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বলেন, থানায় রিমান্ড জিজ্ঞাসার পর্যাপ্ত পরিবেশ না থাকায় তাকে এখনো রিমান্ডে আনা হয়নি। তবে শীঘ্রই ওই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ১৯ আগস্ট বিকালে মালয়েশিয়া পালানোর জন্য ভিসা ইস্যু করতে পাসপোর্ট নিয়ে ঢাকার নয়াপল্টনের একটি ট্রাভেল এজেন্সিতে যান সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের উপর আক্রমণের ভিডিওতে সোহেলকে দেখে চিনে ফেলে ছাত্র-জনতা। এরপর আটক করে সোহেলকে সন্ধ্যার দিকে নিয়ে আসা হয় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখান থেকে উদ্ধারের পর রাতে মুন্সিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা দলের কাছে সোহেলকে হস্তান্তর করে র‌্যাব। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১ টার দিকে সেনাসদস্যরা সোহেলকে আদালতে প্রেরণ করলে আমলী আদালত ১ এর সিনিয়র সহকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ শুনানির জন্য ২৫ আগস্ট ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু ২৫ আগস্ট আসামি অসুস্থতার অযুহাতে আদালতে হাজির হননি। ফলে ২ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত; গত ৪ আগস্ট সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজীকে গুলি করে হত্যার দায়ে ১৬ দিন পর ২০ আগস্ট মধ্যরাতে মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে এজাহারনামীয় ২০৮ জনসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের বিরুদ্ধে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুমা বেগম। ওই মামলার এজাহারভু্ক্ত আসামি নাজমুল হাসান সোহেল।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!